স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ আগস্ট : ধর্মনগর আইএসবিটি থেকে নেশা সামগ্রী সহ ৫ নেশা কারবারিকে আটক করে সাধারণ নাগরিক। পরে সাধারণ নাগরিকরা নেশা সামগ্রী সহ এই পাঁচ নেশা কারবারিকে তুলে দেয় ধর্মনগর থানার পুলিশের হাতে। এই পাঁচজনের মধ্যে তিনজন পুরুষ এবং দুইজন মহিলা।
বৃহস্পতিবার সকালে তাদেরকে আইএসবিটিতে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় আইএসবিটিতে কর্মরত কর্মচারীদের। তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে তিন প্যাকেট শুকনো গাজা উদ্ধার করা হয়। পাঁচজনের বাড়ি আসামে। ধৃতরা হল ওসমান আলী, শাহাদুল আলী, সাদেক আলী, সালেমা খাতুন এবং ফাতেমা বেগম। পুলিশ তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে।