স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ আগস্ট : কাঞ্চনমালা প্রাণী চিকিৎসা কেন্দ্রে চিকিৎসকের ভূমিকা পালন করছেন চতুর্থ শ্রেণীতে কর্মরত এক মহিলা কর্মী। মঙ্গলবার লক্ষ্য করা যায় চিকিৎসকের অনুপস্থিতিতে পশু হাসপাতালে অসুস্থ ছাগলের জন্য প্রেসক্রিপশন লিখছেন হাসপাতালের দায়িত্বে থাকা চতুর্থ শ্রেণীতে কর্মরত মহিলা কর্মী।
ঘটনা গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের কাঞ্চনমালা প্রাণী চিকিৎসা কেন্দ্রে। ঘটনার বিবরণে জানা যায় কাঞ্চনমালা প্রাণী চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক সুজয় সরকার রানির খামার প্রাণী চিকিৎসা কেন্দ্রে ও দায়িত্ব পালন করে চলেছেন। যার কারণে কাঞ্চনমালা প্রাণী চিকিৎসা কেন্দ্রে অধিকাংশ সময় চিকিৎসক থাকে না। আর মঙ্গলবার দুপুরে দেখা গেল এই চিত্র। যার কারণে অসুস্থ ছাগলের জন্য প্রেসক্রিপশন লিখতে হল মহিলা কর্মচারীকে। স্থায়ী একজন পশু চিকিৎসক এই কেন্দ্রে নিযুক্ত করা হলে সাধারণ মানুষের সমস্যা অনেকটাই মিটে যাবে বলে ধারণা করা হচ্ছে।