স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ আগস্ট : পুকুরের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হলো এক যুবতীর। ঘটনার শুক্রবার উত্তর কলাবারিয়া এলাকায়। মৃতার নাম মমতা মজুমদার। বয়স ২৬ বছর। জানা যায়, পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে যায়। পরবর্তী সময় পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে মমতা মজুমদারকে মাইছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।
সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক মমতাকে উন্নত চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করে। মমতা মজুমদারকে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। পরিবারের লোকজন জানান মমতা মজুমদারের মৃগি রোগ ছিলো। এই অস্বাভাবিক মৃত্যুর পিছনে এই রোগকে দায়ি। মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হবে। মমতা মজুমদারের অস্বাভাবিক মত্যুতে শোকের ছায়া নেমে আসে।