স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ আগস্ট : উপপ্রধানের হাতে আক্রান্ত গাড়ি চালক। ঘটনা কৈলাশহরের মূর্তিছড়া চা বাগান এলাকায়। দুই গোষ্ঠীর মধ্যে মারপিটের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার ভটের বাজার এলাকায় একটি গোষ্ঠী রাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কৈলাশহর থানার পুলিশ। এইদিকে সড়ক অবরোধের ফলে রাস্তার দুই পাশে আটকে পড়ে বহু যানবাহন।
অভিযোগ দুই জন গাড়ির চালককে মূর্তিছড়া চা বাগান এলাকায় আটক করে কয়েকজন বাগান শ্রমিক মারধর করেছে। তার প্রতিবাদে এবং ন্যায় বিচারের দাবিতে এইদিন সড়ক অবরোধ করা হয়। এইদিন সড়ক অবরোধের খবর পেয়ে সমরুরপার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দিলীপ দাস ঘটনাস্থলে ছুটে যান। তিনি কথা বলেন সড়ক অবরোধকারীদের সাথে। পরে তিনি আশ্বাস দেন গোটা বিষয়টি নিয়ে রবিবার দুপুরে ভটের বাজার এলাকায় সকলকে নিয়ে আলোচনায় বসা হবে। এই আশ্বাসের পর সড়ক অবরোধ মুক্ত হয়।