Wednesday, February 12, 2025
বাড়িরাজ্যজগন্নাথ জিও মন্দির থেকে আটক নেশা সেবনকারী

জগন্নাথ জিও মন্দির থেকে আটক নেশা সেবনকারী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ আগস্ট : নেশার ছোঁয়া লাগলো রাজধানীর জগন্নাথ জিও মন্দিরে। শুক্রবার এক ব্যক্তিকে মন্দির কর্তৃপক্ষ হাতে নাতে ধরে তিন কৌটা ড্রাগস উদ্ধার করতে সক্ষম হয়। জানা যায় এদিন সে মন্দিরের ভেতর শৌচালয় প্রবেশ করার পর দীর্ঘক্ষণ বের হওয়ার নাম নেয় নি।

এতে সন্দেহের দানা বাদে মন্দির কর্তৃপক্ষের। কারণ গত কয়েকদিন ধরে অভিযুক্ত রাধানগর এলাকা থেকে মন্দিরে গিয়ে শৌচালয়ে প্রবেশ করত। এই ঘটনা মন্দিরের কতিপয় কর্মীদের নজরে পড়ে। অবশেষে শুক্রবার কর্মীরা হাতেনাতে ধরে ফেলে। তাদের কাছে নেশার কৌটা, মোবাইল পাওয়া যায়। পরে পশ্চিম আগরতলা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য