স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ আগস্ট : হোস্টেল সুপার বদলি করতে কান্নায় ভেঙে পড়ল ছাত্রীরা। গন্ডাছড়া মহকুমার টিটিএএডিসি সতিরুং রিয়াং রেসিডেন্সি এসটি বালিকা আবাসটি সরমা ফিসারি অফিসে সংলগ্ন বালিকা আবাসে দীর্ঘ ৮ বছর ধরে সূর্য প্রভা চাকমা এই ছাত্রী আবাসের সুপার ছিলেন। সূর্য প্রভা চাকমা তিনি ছাত্রীদের সাথে গুরু শিষ্যের সম্পর্ক গড়ে তুলেন। সোমবার টি.টি.এ.এ.ডি.সি থেকে আদেশ বের হয়।
সেই মোতাবেক সোমবার বিকাল চারটায় চলে যাবার জন্য যখন জিনিনপএ গুছিয়ে নেন। তখন ছাত্রীরা সেই শিক্ষিকার কাছে জানতে চান তিনি কোথায় যাচ্ছেন। তিনি জানান তাদের জন্য অন্য কোন শিক্ষিকা আসবে। তখন বিষয়টি বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়ে ছাত্রীরা। জানা যায়, সূর্য প্রভা চাকমা দীর্ঘদিন এই হোস্টেলের সুপার ছিলেন ছাত্রীরদের ভালবাসা ও স্নহ দিয়ে লেখাপড়া করায়। পরিবারের অভাবটুকু বুঝতে দেয় নি ছাত্রীদের। আর বদলির খবর পেয়ে যেন ছাত্রীদের মাথায় আকাশ ভেঙ্গে পড়ে।