Thursday, January 16, 2025
বাড়িরাজ্যকৈলাসহর শহরে অবৈধভাবে নির্মিত বেশ কিছু দোকান পাটের নির্মাণ সামগ্রী ভেঙে গুঁড়িয়ে...

কৈলাসহর শহরে অবৈধভাবে নির্মিত বেশ কিছু দোকান পাটের নির্মাণ সামগ্রী ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ আগস্ট : কৈলাসহর শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে কৈলাসহর শহরে অবৈধভাবে নির্মিত বেশ কিছু দোকান পাটের নির্মাণ সামগ্রী ভেঙে দেওয়া হয়। কৈলাসহর পুর পরিষদ এবং কৈলাসহর মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে মঙ্গলবার সকাল থেকে কৈলাসহর শহরের পানিচৌকি বাজার, সেন্ট্রাল রোড সহ বেশ কয়েকটি এলাকায় অবৈধ নির্মাণ সামগ্রী ভেঙে ফেলা হয়।

 অভিযানে ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায়, কৈলাসহরের মহকুমাশাসক প্রদীপ সরকার, ডেপুটি মাজিস্ট্রেট বিশ্বজিৎ দাস, ডেপুটি মাজিস্ট্রেট রাজীব দত্ত সহ অন্যান্য আধিকারিক। অভিযান শেষে কৈলাসহরের মহকুমাশাসক প্রদীপ সরকার জানান, অবৈধভাবে দোকান পাঠ নির্মানের ফলে বাজারে এবং শহরের রাস্তা ছোটো হচ্ছে। এর ফলে পথচারীদের চলাফেরা করতে অসুবিধা হচ্ছে। এবং বড় গাড়ি শহরের বাজারে প্রবেশ করতে পারছে না। বাজারে অগ্নি সংযোগ হলে সেইসময় অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি বাজারে প্রবেশ করতে পারে না।

 তাছাড়া শহর অপরিচ্ছন্ন থাকছে এবং শহর নোংরা হচ্ছে। তাই মঙ্গলবার সকালে শহরে অবৈধ নির্মাণ সামগ্রী ভেঙে ফেলা হয়েছে বলে মহকুমাশাসক প্রদীপ সরকার জানান। এছাড়াও মহকুমাশাসক জানান যে, প্রশাসনের উদ্যোগে নিয়মিত ভাবেই কৈলাসহর মহকুমার বিভিন্ন বাজার এলাকায় অবৈধ নির্মাণ সামগ্রী ভেঙে ফেলা হচ্ছে। গত কিছুদিন পূর্বে কৈলাসহরের গৌরনগর বাজারে এবং ভগবান নগর এলাকায় জেলা হাসপাতাল চত্বরে অবৈধ নির্মাণ সামগ্রী ভেঙে ফেলা হয়েছে। তাছাড়া টিলাবাজার, বাবুরবাজার, ইরানি ইত্যাদি এলাকায় কয়েক মাস পূর্বে অবৈধ নির্মাণ সামগ্রী ভেঙে ফেলা হয়। এবং এই বাজার গুলো আগামী কিছু দিনের মধ্যে আবার অভিযান করা হবে বলেও জানান মহকুমাশাসক প্রদীপ সরকার।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য