স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ আগস্ট : শহরে ছিচকে চোরের উপদ্রবে নাজেহাল সাধারণ মানুষ। দিনরাত নেশাগ্রস্ত হয়ে একাংশ যুবক টাকার জন্য চুরির ঘটনা সংঘটিত করছে। গত কয়েক মাসে এর গ্রাফ উদ্ধমুখী। এরই মধ্যে চুরি যাওয়া সামগ্রী গত কয়েকদিনে আটক করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ।
উদ্ধার হয়েছে চুরি যাওয়া ৪ টি বাইক, ৪ টি মোবাইল, ২ টি লেপটপ ২ টি গ্যাস সিলিন্ডার, ১ টি জলের পাম্প সহ নগদ ১৭,০০০ হাজার টাকা। এগুলি মালিকদের হতে তুলে দেয় পূর্ব আগরতলা থানার পুলিশ। পরে পুলিশ আধিকারিক জানান, গত কয়েক মাসে বেশ কয়েকটি চুরির ঘটনা সামনে উঠে এসেছে। যথারীতি থানায় অভিযোগ জমা করার পর পুলিশ তদন্তে নামে বিভিন্ন জিনিসপত্র সহ নগদ অর্থ উদ্ধার করতে সক্ষম হয়। তারপর আদালতের নির্দেশক্রমে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। এবং ১৪ জন মালিক চুরি যাওয়া সামগ্রী পেয়ে এলেন পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। তবে এই ধরনের অভিযান আগামী দিনে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক। তিনি আরো জানান যতগুলি জিনিস উদ্ধার হয়েছে সবগুলির চুরি যাওয়া জিনিসের সাথে জড়িত চোরদের জালে তুলেছে পুলিশ। সকলে বর্তমানে জেলে রয়েছে।