স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ আগস্ট : মায়ের গর্ভে থাকা সন্তানকে অবৈধভাবে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল এক হোমিওপ্যাথি চিকিৎসকের বিরুদ্ধে। অভিযুক্ত এই চিকিৎসকের নাম ধীমান দেবনাথ। ঘটনা সোনামুড়া মহকুমায়। সোনামুড়া থানার অন্তর্গত ময়নামা এলাকার বাসিন্দা ইমান হোসেনের স্ত্রী রবিবার সকালে হোমিওপ্যাথি চিকিৎসক ধীমান দেবনাথ এর কাছে চিকিৎসার জন্য আসেন।
স্বামী ইমান হোসেনের অভিযোগ এই হোমিওপ্যাথি চিকিৎসক ধিমান দেবনাথ অভিভাবকের কোনো রকম অনুমতি ছাড়া তার গর্ভবতী স্ত্রীর তিন মাসের সন্তানকে নষ্ট করে দিয়েছে। যার কারনে ঘটনা স্থলে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্বামী ইমান হোসেন সোনামুড়া মহকুমা থানায় মামলা দায়ের করবে বলে জানিয়েছেন। এদিকে হোমিওপ্যাথি চিকিৎসক ধীমান দেবনাথ জানিয়েছেন তিনি ইচ্ছাকৃতভাবে নষ্ট করেন না গর্ভের সন্তান। গর্ভের সন্তান নষ্ট হয়ে গেলে তা পরিষ্কার করে দেন। এই দিনও তাই করেছেন তিনি।
শিশুটি আগে থেকেই নষ্ট ছিল গর্ভে। পরিষ্কার করে দিয়েছেন তিনি। শুধুমাত্র সোনামুড়া মহকুমা নয়, গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে এ ধরনের হোমিওপ্যাথি চিকিৎসক সহ বহু হাতুড়ে ডাক্তার রয়েছেন যারা অর্থের বিনিময়ে গর্ভের সন্তানকে অতিরিক নষ্ট করে দিচ্ছেন। প্রাইভেট চেম্বার খুলে এ ধরনের বেআইনি কাজ করে চলেছেন তারা। জেলা প্রশাসন কিংবা মহকুমা প্রশাসন সহ স্বাস্থ্য দপ্তর এ ধরনের বিষয়ের উপর কোন ধরনের তদারকি করছেন না বলে অভিযোগ উঠছে শুভ বুদ্ধি সম্পন্ন মহলে। প্রশাসনের এ ধরনের গা হেলিমের ফলে ধীমান দেবনাথ এর মত কিছু সংখ্যক হোমিওপ্যাথি চিকিৎসক কিংবা হাতুড়ে ডাক্তাররা গর্ভবতী মায়ের সন্তান নষ্ট করার মত বাণিজ্য চালিয়ে যাচ্ছে রমরমা ভাবেই।