স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ আগস্ট : হোস্টেলে আচমকা গুরুতর অসুস্থ ১২ জন ছাত্রী। ঘটনা শুক্রবার গভীর রাতে তেলিয়ামুড়া থানাধীন লাখাইবাজার স্থিত হরিরাধা বিদ্যা মন্দিরে। হোস্টেলের ইনচার্জ জানান অন্যান্য দিনের মতো ছাত্রীরা শুক্রবার রাতের বেলায়ও খাওয়া-দাওয়ার শেষে ঘুমিয়ে ছিল। কিছুক্ষণ পরে এক ছাত্রীর চিৎকার শুনে তিনি ছুটে আসে হোস্টেলের কক্ষে।
তিনি দেখেন ছাত্রীরা শ্বাসকষ্ট অনুভব করছে। সাথে সাথে ছাত্রীদের অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে আসা হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক তাদের সকলকে একটি ইনজেকশন দেওয়ার পর তারা সকলেই সুস্থ হয়। ধারণা করা হচ্ছে মানসিকভাবে ছাত্রীরা কোন একটি বিষয়কে নিয়ে এ ধরনের ঘটনা করেছে। এই ঘটনার জেরে হোস্টেলের ছাত্র-ছাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। এদিকে খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে ছাত্রীদের অভিভাবকরা। অভিভাবক ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি তুলেছে হাসপাতাল থেকে।