Wednesday, January 22, 2025
বাড়িরাজ্যপ্রধানের উপর আস্থা হারিয়ে রাস্তা সংস্কারে হাত লাগিয়েছে গ্রামবাসী

প্রধানের উপর আস্থা হারিয়ে রাস্তা সংস্কারে হাত লাগিয়েছে গ্রামবাসী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ আগস্ট : বিজেপি -কে ভোট না দেওয়ায় রাস্তা সংস্কার হবে না

গ্রামবাসীর। শেষ পর্যন্ত নিজেদের উদ্যোগে রাস্তা সংস্কারের উদ্যোগ নিল কদমতলা ব্লকের উত্তর ফুলবাড়ি পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ড এলাকার মানুষ। তাদের অভিযোগ এলাকার সুশাসন জামানার গ্রাম প্রধান হানিফ উদ্দিন তাদের জানিয়ে দিয়েছে রাস্তা সংস্কার করা হবে না। কারণ তারা বিজেপিকে ভোট দেয়নি।

 কিন্তু এলাকায় প্রায় ১০০০ পরিবারের বসবাস। দীর্ঘ পাঁচ বছর ধরে লাগাতার দাবি জানিয়ে কোন সুরাহা না হওয়ায় শনিবার সকাল থেকে নিজেরাই কাজে হাত লাগিয়েছে। গ্রামবাসী নিজেদের মধ্য থেকে চাঁদা সংগ্রহ করে ১২০ ফুট রাস্তাটির জন্য ইট বালি চিপস নিয়ে এসে কাজে হাত লাগিয়েছে। গ্রাম প্রধানের এহেন ভূমিকায় গ্রামবাসীর মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়ে আছে। দীর্ঘদিন ধরে তাদের দুর্ভোগ পোহাতে হয়েছে। কারণ একজন জনপ্রতিনিধি জনগণের দায়িত্ব নিয়ে কাজ করেন। কিন্তু সুশাসন জামানায় নির্দিষ্ট রঙের না হলে গ্রামের রাস্তা পর্যন্ত তৈরি হয় না। এটাই প্রমাণিত করেছে এলাকার গ্রাম প্রধান।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য