স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ আগস্ট : বৃহস্পতিবার রাত ৯ টার নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ অমরপুর এলাকার এক বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে দুটি ব্রাউন সুগারের প্যাকেট সহ দেড় হাজার খালি কোটা উদ্ধার করতে সক্ষম হয়।
মহকুমা পুলিশ আধিকারিক জানান দুই যুবক এবং যুবতী মিলে একটি ঘরের মধ্যে ব্রাউন সুগার প্যাকেট করছিল। পুলিশ জগৎ জমাতিয়া এবং সাগর জমাতিয়া আটক করতে সক্ষম হয়। ধৃতদের কাছ থেকে ১৩.৮৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে বীরগঞ্জ থানার পুলিশ। আটকৃত নেশা সামগ্রীর বাজার মূল্য আনুমানিক কয়েক লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে এন.ডি.পি.এস ধারা অনুযায়ী মামলা নিয়ে তদন্ত করছে পুলিশ।