স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ আগস্ট : রাজধানীর ময়লাখলা পিস্তল মাঠ এলাকায় নেশা কারবারিদের দৌরত্ম্য ক্রমশ বেড়ে চলেছে। প্রতিনিয়ত ঘটছে একের পরে এক অপ্রীতিকর ঘটনা। বৃহস্পতিবার রাতের বেলা নেশা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বাদে ঝামেলা। এতে আহত হয় চারজন। ঘটনার বিবরণে জানা যায়, এলাকার রিপন, রসিক ও জসিমের সাথে নেশা সংক্রান্ত বিষয়ে ঝামেলা বাদে সালেম মিঞা ও বাপন মিঞার।
তারপর এই বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয় এদিন রাতের বেলা। পরবর্তী সময় সেলিম মিয়া এবং বাপন মিয়ার সহ আরো দুজনকে মারধর করে অভিযুক্ত রিপন, রসিক এবং জসিম বলে অভিযোগ। এলাকাবাসী দেখতে পেয়ে খবর দেয় পুলিশকে। ঘটনার খবর পেয়ে ছুটে যায় রামনগর ফাঁড়ির পুলিশ। আহত চারজনকে উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে আসে পুলিশ। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত সকলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে বলে জানায় আহত এক ব্যক্তি। এলাকাবাসীর সূত্রে খবর নেশার কারণে এলাকায় অপ্রীতিকর ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। পুলিশের নিয়মিত টহলদারি না থাকায় কোনভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না।