স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ আগস্ট : রাধা শ্রীকৃষ্ণ সেবা আশ্রম স্থাপন করা এবং বৃন্দাবন পর্যন্ত আগরতলা থেকে সরাসরি রেলের ব্যবস্থা করা সহ ছয় দফা দাবিতে ত্রিপুরা রাজ্য রাগানুরাগা বৈষ্ণব ধর্ম্ম মহা মন্ডলী পক্ষ থেকে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রীর কাছে দাবি তুলে ধরা হবে বলে জানান সংগঠনের চিত্তরঞ্জন গোস্বামী।
তিনি বলেন, বৈষ্ণব ধর্ম আজ বিপর্যয়ের পথে। যারা নিজেকে বৈষ্ণব বলে দাবি করেন তারা হল বৈরাগী। যারা বৃন্দাবনীয় বৈষ্ণব তাদের কোন ব্যাস পরিবর্তন নেই। আসল বৈষ্ণবদের কোন রকম ব্যাস নেই।