স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ আগস্ট : দ্রুতগামী দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হল তিন জন। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন আনন্দ বাজারে। জানা যায় মঙ্গলবার দুপুরে ধর্মনগর থানাধীন আনন্দ বাজার এলাকায় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে রাস্তায় ছিটকে পরে আহত হয় দুই বাইকে থাকা তিন যুবক। আহতরা হল আনন্দ বাজার এলাকার রানা দেব, এবং কদমতলার বরগুল এলাকার সঞ্জু গোস্বামী ও জিয়াউর রহমান। পথ চলতি সাধারন মানুষ ঘটনা প্রত্যক্ষ করে ধর্মনগর দমকল বাহিনীর কর্মীদের খবর দেয়। দমকল বাহিনীর কর্মীরা আহত তিন যুবককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আহতদের অবস্থা গুরুতর দেখে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করে দেন। এইদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত বাইক দুইটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।
মঙ্গলবার সকালে ভয়াবহ বাইক দুর্ঘটনায় গুরুতর আহত দুই যুবক। আহতরা হল বাইক চালক রণজিৎ দাস ও রাজু দাস। তাদের বাড়ি পানিসাগর মহকুমার উপ্তাখালি এলাকায়। দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে ধর্মনগরের বটরসী এলাকায়। দমকল বাহিনীর এক কর্মী জানান এদিন সকালে TR-05B-1618 নাম্বারের একটি পিয়াগো অটো পানিসাগরের দিকে যাচ্ছিলো। সেই সময় অপর দিক থেকে আসা TR-05E-7659 নাম্বারের একটি বাইকের সাথে অটো গাড়িটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাইকে থাকা দুইজন বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এই ঘটনার খবর পেয়ে ধর্মনগর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ধর্মনগরে জেলা হাসপাতালে নিয়ে যায়। এইদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অটো চালক।
শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় আহত হল তিন জন। ঘটনার বিরবনে জানা যায় মঙ্গলবার শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন জাতীয় সড়কে TR-01AJ-6213 নাম্বারের একটি বাইক নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনার কবলে পরে। এতে বাইকে থাকা তিনজন জাতীয় সড়কের উপর ছিটকে পড়ে আহত হয়। আহতরা হল উদয় মারাক, বয়স ১৮ বছর, শুভঙ্কর মারাক, বয়স ১৮ বছর, ও মনদীপ মারাক, বয়স ১৭ বছর। দুর্ঘটনার পর শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যায়। আহতরা বর্তমানে শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।