Wednesday, January 22, 2025
বাড়িরাজ্যমাঝরাতে শহরে শিবের ভক্তদের ভিড়

মাঝরাতে শহরে শিবের ভক্তদের ভিড়

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ আগস্ট : সোমবার দিনটি শিবকে সমর্পিত। এই দিনে শিবের পুজো ও মন্ত্র জপ করলে মহাদেবের বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। এমনটাই মনে করে শিবের ভক্তরা। শাস্ত্র মতে, সমস্ত দেবদেবীর মধ্যে সবচেয়ে সহজ ও সরল স্বভাব শিবের।

 তাঁকে শীঘ্র তুষ্ট করা যায়। পুরাণ অনুযায়ী সোমবারের শিব পুজোয় কিছু মন্ত্র জপ করা অত্যন্ত শুভ। তাই শ্রাবণ মাসের শেষ লগ্নের সোমবার ছিল আজ। রবিবার রাত থেকেই ভক্তরা আগরতলা শহরে ও শহরতলী বিভিন্ন এলাকা থেকে রওনা হয় খয়েরপুরের উদ্দেশ্যে। কাঁধে জলের কলসে ভারি নিয়ে তারা রওনা হয়, তারপর খয়েরপুর হাওড়া নদী থেকে কলসে জল ভরে এনে শিবলিঙ্গ স্নান করিয়ে পরিবারের মঙ্গল কামনা করেন। শত শত ভক্ত এদিন পায়ে হেঁটে নিজের মনস্কামনা পূরণ করতে খয়েরপুর মুখী হয়েছে। এবং সিংহভাগ ছিল মহিলা। কয়েক কিলোমিটার পদযাত্রা করে তারা ক্লান্ত হয়ে পড়েছেন অনেকে। কেউ কেউ কলস ভরে নিজ বাড়ি এলাকায় শিব মন্দিরে পৌঁছেছে সকাল বেলায়। তবে সকলের মুখেই ছিল “হার হার মহাদেব” মন্ত্র। ক্লান্ত হলেও মুখে ছিল এক তৃপ্তির হাসি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য