স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ আগস্ট : ৭৭ তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির কৃষাণ মোর্চার উদ্যোগে রাজধানীর আড়ালিয়া এলাকায় ধানি জমিতে ধানের রোয়া রোপন করা হয়। উপস্থিত ছিলেন কিষান মোর্চার রাজ্য সভাপতি জহর সাহা সহ অন্যান্য নেতৃত্ব। কিষান মোর্চার সভাপতি বলেন, সারা রাজ্যে ৭৬ কানি জমিতে আজ ধানের রোয়া রোপন করবে কৃষাণ মোর্চা।
৭৭ তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন, কৃষকদের বিকাশের জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রদেশ বিজেপির সভাপতি রাজিব ভট্টাচার্য সহযোগিতা করে চলেছেন। রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছে কৃষক সন্মান নিধি প্রকল্পটি দ্বারা ৬০০০ টাকা করে উপকৃত হচ্ছে কৃষকরা। সেটা ৮০০০ টাকা করা হবে। আগামী দিনে রাজ্যের কৃষকদের আর্থিক এবং সামাজিক অবস্থার আরো বেশি উন্নয়ন হবে বলে জানান কিষান মোর্চার প্রদেশ সভাপতি।