Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যদুর্বৃত্তদের হামলায় আহত দুজন, ভাঙচুর বাড়ির জিনিসপত্র

দুর্বৃত্তদের হামলায় আহত দুজন, ভাঙচুর বাড়ির জিনিসপত্র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ আগস্ট : শনিবার রাতে রাজধানীর রামনগর পি ই সি ইটভাট্টা সংলগ্ন এলাকায় প্রদীপ দাসের বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে আহত করে বাড়ির লোকজনদের। অভিযুক্ত দুর্বৃত্তদের মধ্যে একজনকে পুলিশ আটক করেছিল, কিন্তু পরবর্তী সময় অভিযুক্তকে পুলিশ ছেড়ে দেয় বলে অভিযোগ তুলেছে প্রদীপ দাসের পরিবার। রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আক্রান্ত প্রদীপ দাস জানান, এদিন রাতের বেলা এগারোটার নাগাদ দুর্বৃত্তরা ঝাঁক বেঁধে তার বাড়ি ঘরে হামলা চালায়।

প্রতিবাদ জানানোর পর প্রীয়া দাস নামে বাড়ির মেয়েকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়। এবং প্রদীপ দাসের হাতে আঘাত লাগে বলে অভিযোগ। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে একজনকে গ্রেপ্তার করে নিয়ে গেলেও রবিবার সকালে ছেড়ে দেয় বলে অভিযোগ। প্রদীপ দাস পেশায় একজন দিনমজুর। তিনি জানান, এলাকায় কিছু বখাটে যুবক খুব দ্রুত গতিতে বাইক চালানোর প্রতিবাদ করা এই ঘটনা সংঘটিত করেছে তারা। দুর্বৃত্তরা বাড়ির টমটম, টিভি, ঠাকুর আসন সহ বিভিন্ন সামগ্রী নষ্ট করে দেয় বলে অভিযোগ প্রদীপ দাসের।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য