স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ আগস্ট : পার্শ্ববর্তী বাড়ির যুবকের টিপ্পনী ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত যুবক। ঘটনা শনিবার রাতে দক্ষিণ জয়নগর এলাকায়। মা এবং ছেলের হাতে আক্রান্ত হয়ে রক্তাক্ত হয় প্রসেনজিৎ ঘোষ নামে এক যুবক। আহত প্রসেনজিৎ -এর অভিযোগ প্রতিনিয়ত তার পাশের বাড়ি যুবক সুরজিৎ দাস নানাভাবে বিরক্ত করতেন, পাশাপাশি তাকে লক্ষ্য করে বিভিন্ন ধরনের মন্তব্য করতেন।
শনিবার রাতে একই ধরনের মন্তব্য করে সুরজিৎ দাস তারপরেই প্রতিবাদ জানান প্রসেনজিৎ ঘোষ এবং তার ভাই। এতেই উত্তেজিত হয়ে পড়ে সুরজিত দাস। বাড়ি থেকে একটি লোহার রড এনে প্রসেনজিৎ ঘোষের মাথায় আঘাত করে। এতে রক্তাক্ত হয় প্রসেনজিৎ ঘোষ। ঘটনার পর সুরজিৎ দাসের মা ছুটে এসে আহত যুবককে আবারো আক্রমণের চেষ্টা করে। পরে প্রসেনজিৎ ঘোষের পরিবারের লোকজন রক্তাক্ত অবস্থায় প্রসেনজিৎকে উদ্ধার করে আই জি এম হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আই জি এম হাসপাতালে চিকিৎসাধীন প্রসেনজিৎ ঘোষ। আহত যুবক আরো জানান এই ঘটনার বিরুদ্ধে সুরজিৎ দাস, তার ভাই সুমন দাস এবং তার মা কমলা দাসের বিরুদ্ধে থানাতে একটি মামলা দায়ের করবেন। ঘটনায় সৃষ্টি হয় চাঞ্চল্য।