স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ আগস্ট : নয়া শিক্ষা নীতি ২০২০ প্রত্যাহার করা এবং নতুন পেনশন স্কিম প্রত্যাহার করার দাবি তুলল স্কুল টিচার ফেডারেশন অফ ইন্ডিয়ার রাজ্য শাখা। শনিবার সংগঠনের ২৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি মধ্যে অন্যতম হিসেবে সন্ধ্যা প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়। মেলারমাঠ রাজ্য কর্যালয়ের সামনে থেকে মিছিল সংগঠিত করেন কর্মকর্তারা।
উপস্থিত ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুকান্ত ব্যানার্জি জানান, প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ প্রতিবাদ কর্মসূচি হাতে নেওয়া। আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিক্ষোভ মিছিলটি শেষ হবে প্যারাডাইস চৌমুহনী এলাকায়। সেখানে এক পথসভার মধ্য দিয়ে মানুষকে অবগত করা হবে সরকারের দুটি সিদ্ধান্তের সম্পর্কে। সরকারি শিক্ষাকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে। এবং নয়া শিক্ষানীতি ছাত্র বিরোধী বলে জানান তিনি। পাশাপাশি কর্মচারীদের নয়া পেনশন স্কিম প্রসঙ্গে বলেন, এতে বড় ক্ষতির সম্মুখীন হতে হবে কর্মচারীদের। তাই নয়া পেনশন স্কিম বাতিল করে পুরনো পেনশন স্কিম চালু করার দাবি করেন তারা।