স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ আগস্ট : গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম। সংবাদ মাধ্যমের উপর মানুষ আস্থা অনেক। কারণ সমাজে নেতৃত্ব দেয় সংবাদ মাধ্যম। সংবাদ মাধ্যম যে দর্পণ দিয়ে মানুষকে দেখায় সেভাবেই মানুষ দেখে। শনিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত বার্ষিক সাধারণ সম্মেলন এবং রক্তদান শিবিরের এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।
পাশাপাশি তিনি সাংবাদিকদের নিরপেক্ষতা বজায় রেখে কাজ করার বার্তা দেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকরা বিভিন্ন সময় সামাজিক কাজেও এগিয়ে আসে। একজন নাগরিক হিসাবে সামাজিক দায়িত্ব পালন করে থাকে সাংবাদিকরা। সাংবাদিকদের বিভিন্ন সংগঠন গুলিও বিভিন্ন সময় নানান সামাজিক কর্মসূচি পালন করে থাকে। রক্তদান শিবিরের উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের মান উন্নয়নে তথ্য সংস্কৃতি দপ্তর থেকে বিভিন্ন সময় কর্মশালার আয়োজন করা হয়ে থাকে। বর্তমান সরকার সাংবাদিকদের নিয়ে চলতে চায়। সাংবাদিকরা দিবারাত্রি ২৪ ঘণ্টা কাজ করে থাকেন। সাংবাদিকদের কাজ অনেকটা ফুটবল খেলার রফারির ন্যায়। নিরপেক্ষ থেকে সাংবাদিকদের কাজ করার বার্তা দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছারাও উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের লোকায়ুক্ত কল্যাণ নারায়ন ভট্টাচার্য, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা স্বেচ্ছায় রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন। মেগা রক্তদান শিবিরে বহু রক্তদাতা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করেন।