স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ আগস্ট : শনিবার আগরতলা পুর নিগমের ১২ নং ওয়ার্ডের ৭০ জনকে বিপিএল রেশন কার্ড তুলে দেন মেয়র দীপক মজুমদার। রাধানগর স্থিত ওয়ার্ড অফিসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিপিএল কার্ড তুলে দেন তিনি।
তারপর মেয়র বক্তব্য রেখে বলেন, এলাকার বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আগরতলা পুর নিগম কাজ করে চলেছে। কিন্তু বাম বিগত পুর নিগম শহরবাসীর জন্য সঠিকভাবে দায়িত্ব পালন করে নি। আজকে শহর নতুনভাবে সাজিয়ে তোলার জন্য কাজ করে চলেছে পুর নিগম কর্তৃপক্ষ।
ডাবল ইঞ্জিন সরকারের সহযোগিতায় গত দু বছরে আগরতলা শহরের যে উন্নয়ন হয়েছে, তা বিগত ২৫ বছরে হয়নি বলে দাবি করেন মেয়র দীপক মজুমদার। তিনি আরো বলেন যে অর্থ সরকার থেকে মিলছে সেগুলি সৎ ভাবে কাজে লাগানোর ফলে উন্নয়নের গতি পেয়েছে। আয়োজিত অনুষ্ঠানে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, মেয়র ইন কাউন্সিলর হীরালাল দেবনাথ, কর্পোরেটর সান্তনা সাহা সহ অন্যান্যরা।