স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ আগস্ট : সংগঠিত ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ছাত্র যুব ভবনে এস এফ আই -এর দলীয় পতাকা উত্তোলন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন এস এফ আই -র রাজ্য সম্পাদক সন্দীপন দেব।
তিনি বলেন, ১৯৩৬ সালে ১২ আগস্ট লখনৌতে সারা ভারত ছাত্র ফেডারেশনের মধ্য দিয়ে দেশের সংগঠিত ছাত্র আন্দোলনের সূচনা হয়। সারা ভারত ছাত্র ফেডারেশন দেশের প্রথম ছাত্র সংগঠন ভাবলে সেটা ভুল হবে। কারণ এই সংগঠন তৈরি হওয়ায় বহু আগে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আনন্দ মোহন বসুর নেতৃত্বে সংগঠন তৈরি হয়েছিল। কিন্তু পরবর্তী সময় দেশ থেকে ব্রিটিশ তাড়ানোর জন্য বিভিন্ন সংগঠন যৌথভাবে আন্দোলন শুরু করে। তখন আত্মপ্রকাশ করে সারা ভারত ছাত্র ফেডারেশন বলে জানান তিনি