স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ আগস্ট : শনিবার সারা ভারত ছাত্র ফেডারেশন ৮৮তম পদার্পণ দিবস উদযাপন করেছে। রাজধানীর কৃষ্ণনগর স্থিত ঠাকুর পল্লীতে কার্যালয়ের সামনে এদিন দলীয় পতাকা উত্তোলন করা হয়। উপস্থিত ছিলেন সারা ভারত ছাত্র ফেডারেশনের রাজ্য কমিটির সম্পাদক শুভদীপ মজুমদার।
তিনি বলেন ১৯৩৬ সালে ১২ আগস্ট লখনৌতে সারা ভারত ছাত্র ফেডারেশনের প্রতিষ্ঠিত হয়। আজকের দিনে ৮৮ বছরের পদার্পণ করেছে সংগঠন। সংগঠনের প্রথম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন প্রেম নারায়ণ ভর্গ। বিগত দিনে ছাত্র-ছাত্রীদের স্বার্থে বিভিন্ন আন্দোলনে ছাত্র রেখেছে এই সংগঠন। এবং আগামী দিনেও ছাত্রদের দাবি দাওয়া নিয়ে লড়াই করবে বলে জানেন তিনি। সংগঠনের রাজ্য কমিটি সম্পাদক আরো জানান, নয়া জাতীয় শিক্ষানীতি নিয়ে আগামী দিনে আন্দোলন সংগঠিত করবে তারা।