Thursday, October 10, 2024
বাড়িরাজ্য২৫ লক্ষাধিক টাকার অধিক গাঁজা সহ আটক ২

২৫ লক্ষাধিক টাকার অধিক গাঁজা সহ আটক ২

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ আগস্ট : শুক্রবার আবারো আমবাসা থানার পুলিশের হাতে আটক হয় প্রায় ২৫ লক্ষাধিক টাকার অধিক গাঁজা। আমবাসা বেতবাগান স্থিত নাকা পয়েন্টে আগরতলা দিক থেকে আসা AS 02 CC 0793 নম্বরের একটি পণ্যবাহী লরিতে  তল্লাশি চালিয়ে পুলিশ গাঁজা উদ্ধার করে।

 আমবাসা থানার ওসি বিশ্বজিৎ দেববর্মা জানান শুক্রবার গাড়িটি তল্লাশি চালিয়ে ৮৩ প্যাকেটে ২৫৭ কেজি শুকনো গাঁজা আটক করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ২৫ লক্ষ ৭০ হাজার টাকা বলে জানায় পুলিশ। পাশাপাশি গাড়িতে থাকা দুজন চালককে আটক করে পুলিশ। এদিনের এই অভিযানে পুলিশের সাথে ছিল সিআরপিএফ এবং আসাম রাইফেল জওয়ানরা। তবে কোথা থেকে গাঁজার গুলি কার মারফত পাচার করা হচ্ছে সে বিষয়ে এখনো ধোঁয়াশায় রয়েছে আমবাসা থানার পুলিশ। তবে পুলিশ যদি গোটা চক্রকে জালে তুলতে না পারে তাহলে এটা সাফল্য বলা কঠিন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য