স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ আগস্ট : শুক্রবার রাজধানীর শকুন্তলা রোড এলাকায় বিদ্যুতিক খুঁটিতে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। বিদ্যুতিক খুঁটিতে থাকা আবর্জনা থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু হয়। সাথে সাথে স্থানীয় ব্যবসায়ীরা খবর দেয় দমকল কর্মীদের।
মহারাজগঞ্জ ফায়ার স্টেশন থেকে একটি ইঞ্জিন এবং অপরটি আগরতলা ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলে ছুটে আসে। তবে আগুন আশেপাশে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে নিয়ে আসে দমকল কর্মীরা। কোন ক্ষয়ক্ষতি হয়নি এই দিন। তবে এলাকাবাসীর অভিযোগ এখন পর্যন্ত বহুবার বিদ্যুতিক খুঁটির মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনা সংগঠিত হয়েছে। সাতবার বিদ্যুৎ নিগমে অভিযোগ জানানোর পরেও কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এ ধরনের চরম গাফিলতির কারণে বড়সড় অগ্নিকাণ্ডের সংঘটিত হতে পারে বলে মনে করছে স্থানীয় ব্যবসায়ীরা।