স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ আগস্ট : শুক্রবার সকালে যথাযোগ্য মর্যাদার সাথে ছাত্র যুব ভবনে ক্ষুদিরাম বসুর ১১৬ তম শহীদান দিবসের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন এস এফ আই রাজ্য সম্পাদক সন্দীপন দেব সহ সংগঠনের কর্মী সমর্থকরা। তারা সকলে শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। বাম ছাত্র সংগঠনের নেতা সন্দীপন দেব বলেন, বিপ্লবী ক্ষুদিরাম বসু এবং বহু শহীদ দেশের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য তাদের অমূল্য প্রাণ বিসর্জন দিয়েছিল। দেশের স্বাধীনতা ফিরিয়ে আনে তাঁরা।
কিন্তু ভারতবর্ষ রাজনৈতিকভাবে স্বাধীন হলেও, অর্থনৈতিকভাবে স্বাধীন হয়নি। কারণ আজও ভারতবর্ষের মানুষ দারিদ্রতা ও কর্মহীনতায় ভুগছে। এত বছর অতিক্রান্ত হয়ে গেল মানুষের আর্থিক সমস্যা কাটাতে সরকার কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। বর্তমানে যারা ক্ষমতায় আসীন রয়েছে তারা মানুষকে সাম্প্রদায়িকতার মধ্য দিয়ে ভাগ করে এক অসহনীয় রাজত্ব ভারতবর্ষের মধ্যে কায়েম করার চেষ্টা করছে। এবং এই দেশ স্বাধীন হওয়ার পেছনে বর্তমান ক্ষমতাসীনদের কোন ভূমিকায় ছিল না।
তাদের উত্তরসুরীরা স্বাধীনতার আন্দোলনের পেছন থেকে ছুরি মারার চেষ্টা করেছিল বলে অভিযোগ তুলেন সন্দীপন দেব। বর্তমানে বিজেপি ক্ষমতায় বসে দেশবাসীর বিরুদ্ধে প্রতিনিয়ত জেহাদ ঘোষণা করছে। এর বিরুদ্ধে বামপন্থী ছাত্র সংগঠনগুলির লড়াই চলছে বলে জানান তিনি। এদিকে আগরতলা পোস্ট অফিস চৌমুহনি এলাকায় এ আই ডি এস ও, এ আই ডি ওয়াই এবং এ আই এম এস এস -এর যৌথ উদ্যোগে ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন রামপ্রসাদ আচার্য সহ অন্যান্য নেতৃত্ব। অপরদিকে শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে শোভাযাত্রা আয়োজন। উদ্যোক্তারা জানান প্রতিবছরের মধ্যে এ বছরও শহীদান দিবস উদযাপন করা হচ্ছে। এ বছর ক্ষুদিরাম বসুর ১১৬ তম আত্ম বলিদান দিবস। দিনটি যথাযথ মর্যাদার সাথে উদযাপন করা হয় বলে জানান সংগঠনের সম্পাদক।