স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ আগস্ট : বোধজংনগর থানাধীন কন্ঠ মুণি চৌমুহনীতে বিদ্যুৎ পরিবাহী তার ঝুলছে মাঝ রাস্তায়। যানবাহন চলাচলের যে কোনও সময় বিপদ ঘটে যেতে পারে। গত কয়েকদিন ধরে এভাবে বিদ্যুতিক তার স্বাভাবিক চেয়ে অনেকটাই নিচে ঝুলার পরেও উদাসীন বিদ্যুৎ নিগম। দিনে শতাধিক গাড়ি এই রাস্তাটি দিয়ে চলাফেরা করলেও নিগমের কোন হেলদোল নেই। গাড়ির চৌড়ায় প্রতিদিন এভাবে তার স্পর্শ হয়।
বহুবার বিদ্যুৎ নিগমের অফিসে জানানোর পরেও কোন ভাবেই হুশ ফিরছে না উদাসীন নিগম কর্তৃপক্ষের। কারণ প্রতিটা মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের আর্থিক সহযোগিতায় জীবন মুল্য শোধ করার ক্ষমতা নেই। বিশেষ করে স্কুল বাস পর্যন্ত এই রাস্তাটি দিয়ে যাতায়াত করছে। কিন্তু মন্ত্রী রতন লাল নাথের নিগম এতটাই দায়সারা মনোভাব নিয়ে চলছে যে আর বলার অপেক্ষা রাখে না। কোন কারণবশত যদি মেটাল দিয়ে তৈরি কোন বাস গাড়ি বিদ্যুতিক তারের সংস্পর্শে এসে পুরোপুরিভাবে শর্ট হয়ে যায় এবং কুমারঘাটের রথ দুর্ঘটনার মত প্রশাসনিক গাফিলতিতে গণহত্যা হয় তাহলে এর দায়ভার কে নেবে? অতীত অভিজ্ঞতা থেকে যদি শিক্ষা না নেয় মতিগতিহীন মন্ত্রীর দপ্তর, তাহলে এর দায়িত্ব জনগণকে কাধে তুলে নিতে হবে। কারণ রাস্তা অবরোধ, আন্দোলন ছাড়া যেহেতু সাধারণভাবে মানুষের সমস্যার সমাধান হয় না সেখানে বিকল্প আর কোন সুযোগ নেই সুশাসন জামানার সরকারে উদাসীন কর্মীদের বোঝানোর জন্য। কারণ প্রতিদিন ঝুঁকি নিয়ে এভাবে রাস্তাটি দিয়ে যাত্রীবাহী গাড়ি এবং স্কুল বাস চলাচল করার পরেও অফিসে বসে হুক্কা টানছে কতিপয় কর্মী।