স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ আগস্ট : সিধাই মোহনপুর এলাকার বাসিন্দা সাবিত্রী সরকার। বয়স প্রায় ৬০ বছর। দীর্ঘদিন ধরে হার্টের সমস্যা ভুগছিলেন ।তার বুকে ব্যাথা হত ও তিনি হাপিয়ে যেতেন। পরীক্ষা করে দেখা গেছে মহিলার হৃদযন্ত্রের এয়োরটিক ভাল্ব বিকল হয়ে গেছে।সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান জিবি হাসপাতালের এম এস শঙ্কর চক্রবর্তী ও চিকিৎসক ডাক্তার কনক নারায়ণ ভট্টাচার্য।
এয়োরটিক ভাল্ব প্রতিস্থাপন করলে সারা জীবন এন্টি কোয়াগুলেশন মেডিসিন খেতে হয়। তাতে তার পেট থেকে বরাবর রক্তপাত ও মেলিনার সম্ভাবনা বেড়ে যাওয়ার চিন্তা থাকবে। অবশেষে তাঁর ক্ষেত্রে বিশেষ টিসু ভাল্ব প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। চার আগস্ট ওপেন হার্ট সার্জারি মাধ্যমে সফলভাবে এই বিশেষ পার্সিভাল টিসু ভাল্ব প্রতিস্থাপন করা হয়। হার্টের মহা ধমনীর উৎপত্তিস্থলে প্রতিস্থাপন করেন ডক্টর কনক নারায়ণ ভট্টাচার্যের নেতৃত্বে কার্ডিয়াক সার্জারি টিম। প্রায় ছয় ঘন্টা ধরে চলে এই অপারেশন। বর্তমানে মহিলা স্থিতিশীল রয়েছেন এবং স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন ও খাবার খাচ্ছেন। আয়ুষ্মান ভারত যোজনার আওতায় রোগী কল্যাণ সমিতির আনুকুল্যে বিনামূল্যে এই অস্ত্রোপচার করা সম্ভব হয়েছে। সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন ডাক্তার মনিময় দেববর্মা, ডাক্তার সুরজিৎ পাল সহ অন্যান্যরা।