Sunday, September 8, 2024
বাড়িরাজ্যসমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে রাজ্য ভিত্তিক পর্যালোচনা সভা

সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে রাজ্য ভিত্তিক পর্যালোচনা সভা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ আগস্ট : বুধবার রাজধানীর প্রজ্ঞা ভবনে সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে রাজ্যভিত্তিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দপ্তরের সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, দপ্তরের অধিকর্তা স্মিতা মল এমএস সহ অন্যান্যরা।

এইদিনের পর্যালোচনা সভায় আলোচনা করতে গিয়ে দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় বলেন অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, যাতে করে তারা সঠিক ভাবে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলি পরিচালন করতে পারে। মুখ্যমন্ত্রী মাত্রু পুষ্টি উপহার যোজনার বিষয়ে প্রচার করতে হবে। প্রধানমন্ত্রী মাতৃ পুষ্টি যোজনার বিষয়ে মানুষদের সচেতন করতে হবে। দিব্যাঙ্গন, প্রবীন ব্যক্তি ও মহিলাদের শনাক্ত করতে হবে। দিব্যাঙ্গন বহু লোক এখনো সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তাই অগ্রাধিকারের ভিত্তিতে বিষয় গুলির প্রতি নজর দেওয়ার আহ্বান জানান মন্ত্রী টিঙ্কু রায়। আয়োজিত অনুষ্ঠানে সম্প্লিষ্ট দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য আধিকারিক উপস্থিত ছিলেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য