স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ আগস্ট : গত ৭ আগস্ট সিমনা বাজারে মারপিটের ঘটনাকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে অ্যাসিড ছুঁড়ে ছিল এক যুবক। এই ঘটনায় দুজন পুলিশ কর্মী সহ পাঁচজন আহত হয়। পুলিশের গাড়িতে অ্যাসিড ছুঁড়ে মারার ঘটনায় পুলিশ রাজেন গোয়ালা নামে এক ব্যক্তিকে আটক করে।
ধৃত রাজেন গোয়ালার মুক্তির দাবিতে সিমনা চা বাগানের শ্রমিকরা মঙ্গলবার গভীর রাত থেকে সিমনার সুন্দর টিলা পুলিশ ফাঁড়ির সামনে সড়ক অবরোধে বসে। বুধবারও তাদের সড়ক অবরোধ জারি রয়েছে। সড়ক অবরোধে সামিল হওয়া এক যুবক জানায়, ৭ আগস্ট সিমনা বাজারে পুলিশের গারিতে অ্যাসিড ছুরে মারার ঘটনার সাথে রাজেন গোয়ালা যুক্ত নয়। কিন্তু পুলিশ রাজেন গোয়ালাকে বিনা দোষে গ্রেপ্তার করে নিয়ে এসেছে। তাই তারা সড়ক অবরোধে সামিল হয়েছে। এইদিকে সড়ক অবরোধকে কেন্দ্র করে এলাকায় যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য এলাকায় মোতায়েন করা হয়েছে সি.আর.পি.এফ জওয়ান। উল্লেখ্য, গত রবিবার সিমনা বাজারে চা বাগানের এক যুবককে চোর সন্দেহে বেধড়ক মারধর করা হয়। সেই ঘটনার উন্মাদনা ছড়ায় সোমবার সকালবেলায়।
চা বাগানের শ্রমিকরা সঙ্গবদ্ধভাবে হামলা চালায় জনৈক সুবীর দাস প্রান্তষ দাস এবং কাজল দাসের বাড়িতে। তাদের বিরুদ্ধে অভিযোগ চোর সন্দেহে সেই যুবককে তারা মারধর করেছে। এই অভিযোগ এনে চা বাগানের শ্রমিকরা সুবীর দাস প্রান্তোষ দাস এবং কাজল দাস কে গণধোলাই করে। বাদ যায়নি তাদের পরিবারের লোকজনেরাও। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় পুলিশ এবং এস পি ও জোয়ানরা। উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে তিন যুবককে গাড়িতে তুলে নেয় পুলিশ। সেই মুহূর্তে এক ব্যক্তি পুলিশের গাড়িতে এসিডের বোতল ছুড়ে মারে। এতে সুবীর দাস, প্রান্তোষ দাস এবং কাজল দাস সহ দুই পুলিশ কর্মী আক্রান্ত হন। এসিডের কারনে দুই যুবকের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।