স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ আগস্ট : স্থায়ী ভাবে নিয়োগের দাবিতে মঙ্গলবার জিবি হাসপাতালের ডেডিকেটেড কোভিড হাসপাতালের সামনে বিক্ষোভ প্রদর্শন করে করোনার প্রকোপ চলাকালিন সময় চুক্তি ভিত্তিক নিয়োগ প্রাপ্ত নার্সরা। ঘটনার বিবরণে জানা যায় করোনার প্রকোপ চলাকালিন সময় জরুরি ভিত্তিতে ২০ হাজার টাকার বিনিময়ে চুক্তি ভিত্তিক বেশ কিছু নার্স নিয়োগ করা হয়েছিল।
পরবর্তী সময় করোনার প্রকোপ হ্রাস পাওয়ার পর তাদেরকে ছাঁটাই করে দেওয়া হয়। ছাঁটাই -এর দুই তিন মাস পর তাদেরকে পুনরায় নিয়োগ করা হয়। এই ভাবে চলছে তাদের জীবন। তারা জানায় তারা হাস্পাতালে দায়িত্ব পালন করার পরও ভবিষ্যৎ-এর কোন নিশ্চয়তা নেই। তাই তারা রাজ্যের মুখ্যমন্ত্রীকে বহুবার চিঠি প্রদান করা হলেও মিলছে না কোন সদোত্তর। তাই তারা স্থায়ী ভাবে নিয়োগের দাবিতে মঙ্গলবার জিবি হাসপাতালের ডেডিকেটেড কোভিড হাসপাতালের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। পাশাপাশি তারা এই বিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে। তাদের আরো অভিযোগ প্রধানের হাসপাতালে স্বাস্থ্যকর্মীর চরম সংকট থাকার পরেও নিয়োগের কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। এবং গত মার্চ মাস থেকে তাদের এখন পর্যন্ত বকেয়া মিলেনি বলে অভিযোগ তুনেন তারা। এদিন তারা দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়।