স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ আগস্ট : মনিপুরের শান্তি ফেরাতে রাজ্যের বিভিন্ন মনিপুরী সংগঠনগুলি যৌথভাবে গণ অবস্থান সংগঠিত করেছে মঙ্গলবার। ত্রিপুরা মনিপুরি কো প্রডিনেশন কমিটি ফর পিস ইন মনিপুরের পক্ষ থেকে এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে চার ঘন্টার গণ অবস্থান সংগঠিত করা হয়।
উদ্যোক্তারা জানান, মনিপুরের সাধারণ মানুষ ডাঙ্গা এবং অশান্তির পক্ষে নয়। এটা রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেন তারা। ষড়যন্ত্রকারীরা আসাম এবং ত্রিপুরাতে এ ধরনের রাজনৈতিক সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করেছিল কিন্তু সফল হয়নি। মণিপুরে আংশিক সফল হয়েছে বলে জানান তারা। তাদের দাবি মণিপুরে শান্তি ফেরানো।