স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ আগস্ট : মঙ্গলবার রাজধানীর প্রজ্ঞাভবনে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার পৌরহিত্যে রাজ্য পুলিশের এক রিভিউ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন, আটটি জেলার জেলা পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এদিন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী সমস্ত পুলিশ আধিকারিকদের সাথে রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা করেন। বিগত বছরগুলি থেকে বর্তমানে আইনশৃঙ্খলা কতটা নিয়ন্ত্রণে হয়েছে সে বিষয়ে অবগত হন। রাজ্যে যাতে খুন, ধর্ষণ, চুরি, ছিনতাই, ডাকাতি সহ কোন ধরনের অপরাধমূলক ঘটনা সংঘটিত না হয় সেদিকে পুলিশ আধিকারিকদের কঠোর নজর দিতে আহ্বান করেন মুখ্যমন্ত্রী।
এর পাশাপাশি কোন ধরনের অপরাধের সাথে যাতে পুলিশ আপোষ না করে তার জন্য নির্দেশ দেন। সব ধরনের ঘটনায় যাতে পুলিশ সঠিক তদন্ত করে মানুষের মনে আরও বেশি আস্থা অর্জন করতে পারে সে বিষয়ে জানান মুখ্যমন্ত্রী বলে সূত্রে খবর। কারণ গত কয়েক মাস ধরে অপরাধমূলক ঘটনা নিয়ন্ত্রণে থাকলেও মানব পাচার, নারী সংক্রান্ত ঘটনা, চুরি এবং ডাকাতির ঘটনা জনগণের সামনে উঠে এসেছে। এই ঘটনাগুলির কোন পারাপার করতে পারছে না রাজ্য পুলিশ। পার্শ্ববর্তী রাজ্য আসাম পুলিশ ত্রিপুরায় এসে মানব পাচারের পাণ্ডাদের জালে তুলছে। এবং ত্রিপুরার সীমান্ত পার হয়ে আসাম প্রবেশ করে গাঁজা পাচারকারী আটক করছে। ত্রিপুরার নাকা পয়েন্টের দুর্বলতা যে কতটা রয়েছে সেটাও এদিনের বৈঠকে উঠে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ রাজ্যে পুলিশের ব্যর্থতা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা হলেও মুখ্যমন্ত্রীর গোচরের ঠিকই রয়েছে।