স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ আগস্ট : মঙ্গলবার সকাল দশটা থেকে ধর্মনগর, কদমতলা, জয়পুর এলাকায় রাস্তা অবরোধে নামে সাধারণ মানুষ। ঘটনার বিবরণে জানা যায়, দীর্ঘ ২০ থেকে ২৫ বছর যাবৎ গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের রাস্তাটির অবস্থা খুবই বেহাল। এই রাস্তাটির সংস্কারের জন্য গ্রামবাসীরা বেশ কয়েকবার রাস্তা অবরোধ করে দাবি জানায়। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি।
এই ৩ নং ওয়ার্ডের গ্রামবাসীরা যারা ই-রিক্সা চালিয়ে জীবন যাপন করে তাদের চার পাঁচদিন যাবত রুটি রুজির রাস্তা বন্ধ হয়ে পড়েছে। কারণ রাস্তার কারণে তারা তাদের ই-রিক্সা নিয়ে বের হওয়ার কোন ব্যবস্থা নেই। তাছাড়া এই রাস্তার কারণে মুমূর্ষ রোগীরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়লেও অ্যাম্বুলেন্সে হাসপাতালে যাওয়ার মত কোন ব্যবস্থা নেই। ছাত্রছাত্রীরা সামান্য বৃষ্টিতেই চলাফেরা বন্ধ করে পড়াশোনা স্তব্ধ করে বাড়িতে বসে থাকতে হয়। বহু কষ্টে বছরের পর বছর জীবন যাপন করতে হচ্ছে। মঙ্গলবার সাধারণ মানুষের মধ্যে ধৈর্যের ফাটল দেখা দেয়। পরে তারা ধর্মনগর কদমতলা মূল সড়কে জয়পুর এলাকায় রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে দেয়। দুই দিকে কয়েক শতাধিক যানবাহন আটকে পড়ে।
গ্রামবাসীরা প্রতিজ্ঞাবদ্ধ অবস্থায় তাদের দাবিতে অনুরোধ থাকে। ছুটে আসে কদমতলা থানার পুলিশ কিন্তু তাদের আশ্বাসে কোন লাভ হয়নি। সাথে সাথেই বেহাল রাস্তায় আপাতত আধলা ইট ফেলে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়। রাস্তা অবরোধ মুক্ত করতে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রবীন্দ্রচন্দ্র দাস ছুটে যায়। কিন্তু ক্ষোভের মুখে উপপ্রধানকে ফিরে আসতে হয়। প্রধান গিয়েও একই অবস্থায় গ্রামবাসীদের তোপের মুখে পড়ে ঘুরে যেতে বাধ্য হন। যখন পূর্ত দপ্তর এবং প্রশাসনিক আধিকারিকরা এলাকায় গিয়ে সাময়িক সংস্কারের কাজে হাত দেয় তখন প্রায় দুই ঘন্টা পর ধর্মনগর কদমতলার ব্যস্ততম রাস্তাটি অবরোধ মুক্ত হয়। একদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া অন্যদিকে রাস্তা অবরোধ সাধারণ অফিস যাত্রীরা দুর্ভোগের শিকার হয়ে কখন রাস্তা অবরোধ মুক্ত হয় তার প্রহর গুনতে থাকে। সাময়িক সংস্কারের কাজ শুরু হওয়ার পর অফিস যাত্রীরা যে যার গন্তব্যস্থলে পৌঁছায়।