স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ আগস্ট : দেশের অন্যান্য রাজ্যের সাথে ত্রিপুরার দুটি আসনে উপ-নির্বাচন ঘোষণা হলো মঙ্গলবার। এদিন ঝাড়খন্ড, কেরালা, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ডের উপ-নির্বাচনের ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। ত্রিপুরার দুটি গুরুত্বপূর্ণ আসন হলো ২০ বক্সনগর এবং ২৩ ধনপুর বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হবে উপনির্বাচন। জাতীয় নির্বাচন কমিশনের সচিব সঞ্জীব কুমার প্রসাদ এক বিবৃতি জারি করে এ খবর জানিয়েছেন। তিনি জানান, গেজেট নোটিফিকেশন জারি করার দিন আগামী ১০ আগস্ট।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ আগস্ট, মনোনয়নপত্র যাচাই করার দিনক্ষণ আগামী ১৮ আগস্ট, মনোনয়নপত্র প্রত্যাহারের দিনক্ষণ আগামী ২১ আগস্ট, ভোট অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর, গণনা আগামী ৮ সেপ্টেম্বর এবং নির্বাচনী প্রক্রিয়া শেষ হবে ১০ সেপ্টেম্বর। উল্লেখ্য, ২০২৩ বিধানসভা নির্বাচনে ২০ বক্সনগর বিধানসভা কেন্দ্রের জয়ী হয়েছিলেন শামসুল হক। গত কয়েকদিন আগে তিনি প্রয়াত হয়েছেন। ২৩ ধনপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিল প্রতিমা ভৌমিক। তিনি পরবর্তী সময় বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। মঙ্গলবার বিকেল বেলা ভোট ঘোষণা হতেই রাজনৈতিক দলগুলির মধ্যে শুরু হয়েছে দৌড়ঝাপ। বক্সনগর এবং ধনপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য চলছে চূড়ান্ত প্রস্তুতি। রাজ্যে নির্বাচন দপ্তর থেকে চলছে জোড় প্রস্তুতি। বিগত বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণের পর বিজয়ী বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক আবারো কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে পুনর্স্থাপনে শূন্য হয়ে পরে ধনপুর বিধানসভা কেন্দ্র। অপরদিকে বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শামসুল হক ১৯ জুলাই প্রয়াত হওয়ায় এই কেন্দ্রটিও শূন্য হয়ে পড়েছে। ফলে দুটি কেন্দ্রেই হতে যাচ্ছে উপনির্বাচন।
প্রার্থী নিয়ে সবকটি রাজনৈতিক দলের কাজিয়া লড়াই। ধনপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারেন রাজীব ভট্টাচার্য, সিপিআইএম এর প্রার্থী হতে পারেন কৌশিক চন্দ্র। অপরদিকে বক্সনগর বিধানসভার কেন্দ্র থেকে বিজেপির হয়ে দলীয় মনোনয়নপত্র পেতে পারেন তোফাজ্জল হোসেন অথবা দেবব্রত ভট্টাচার্য। যদি বিরোধীদের জোট প্রার্থী হয় তাহলে কংগ্রেস ও সিপিআইএমের জোট প্রার্থী হয়ে লড়াই করতে পারেন বিল্লাল মিয়া। যদি সিপিআইএম একা লড়াই করে তবে প্রার্থী দিতে পারেন অহিদুর রহমান অথবা আবু জাফর যে কোন একজন।তবে ইতিমধ্যে দুই দলের শীর্ষ নেতৃত্বেদের মধ্যে চলছে জোড়চর্চা। তবে বক্সনগর বিধানসভা কেন্দ্রেরটি বরাবরই বামেদের দখলে থাকে। এবং ধনপুর বিধানসভা কেন্দ্রটি২০২৩ সালে বিজেপির দখলে যায়। ইতিমধ্যে শাসক বিজেপি দল দলীয় সাংগঠনিক প্রচার শুরু করে দিয়েছেন। নির্বাচন ঘোষণা হলে সব চিত্রই পরিষ্কার হয়ে যাবে ধনপুর এবং বক্সনগর বিধানসভা থেকে শাসক এবং বিরোধী দলের মধ্যে প্রার্থী কে হয় সময় এ স্পষ্ট হয়ে যাবে।