স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ আগস্ট : আগরতলা – সাব্রুম ৮ নং জাতীয় সড়কের মনু লাচি ক্যম্প সংলগ্ন এলাকায় অতি বৃষ্টির ফলে জাতীয় সড়কে বড়সড় ভাঙ্গন সৃষ্টি হয়েছে। রাস্তাটি ভেঙে ৫০ শতাংশের অধিক চলে যায় পাশে লুঙ্গায়। ধীরে ধীরে বন্ধ হয়ে যায় বহূ যান চলাচল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো দেখা গেছে এই দিন আবার বহু যাত্রীবাহী গাড়ি রাস্তার একপাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে।
বীরচন্দ্র মনুর থানার পুলিশ সেখানে থাকলেও সেসব গাড়ি চালকদের বাধা দেয়নি। ব্যাপক ঝুঁকি বাড়ায় এলাকার মানুষের মধ্যে সৃষ্টি হয় ব্যাপক আতঙ্ক। পূর্ত দপ্তর এবং রাস্তা নির্মাণকারী সংস্থা কারোর কোনো হেলদোল ছিল না। যে কোনো কোনো বড় অঘটন ঘটে যেতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। স্থানীয়দের কাছ থেকে আরও জানা গেছে দীর্ঘ তিন থেকে চার বছর আগে রাস্তাটি সংস্কার করে নতুন রূপ দেওয়া হয়েছিল। কিন্তু গত তিন দিনের লাগাতার বৃষ্টিতে রাস্তাটি তাসের ঘরের মতো ভেঙে গেছে। তবে এখানেই শেষ নয় আবহাওয়া দপ্তর সূত্রে খবর অনুযায়ী আরো অতিবৃষ্টি হতে পারে। তাহলে সাব্রুম জাতীয় সড়ক ছিন্ন হয়ে যাওয়ার উপক্রম হবে বলে মনে করছে সাধারণ মানুষ।