স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ আগস্ট : মঙ্গলবার তপশিলি কল্যাণ দপ্তরের অধিকর্তার উদ্দেশ্যে এক ডেপুটেশন প্রদান করে ভারতের ছাত্র ফেডারেশনের রাজ্য কমিটি এবং উপজাতির ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি। তারা মূলত দাবি জানায় তপশিলি কল্যাণ দপ্তরের অধীনে সমস্ত স্টাইপেন্ড নিয়মিত প্রদান করা, স্টাইপেন্ড ন্যূনতম ২৫ শতাংশ হারে বৃদ্ধি করা, তপশিলি কল্যাণ দপ্তরের অধীনে বিভিন্ন পেশাদারীদের পড়ার সুযোগ বৃদ্ধি করা।
এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব বলেন, তপশিলি জাতি অন্তর্ভুক্ত ছাত্রছাত্রীদের হাতে এখনো স্টাইপেন্ড পৌঁছায়নি। প্রতিবছরের মত এ বছরও সংশ্লিষ্ট দপ্তর গড়িমসি করছে। এবং দপ্তরের এটা অভ্যেস হয়ে গেছে বলে অভিযোগ তোলেন সন্দীপন দেব। ফলে কলেজে পড়াশোনার ক্ষেত্রে তারা কলেজ ফি সঠিক সময়ের মতো মেটাতে পাচ্ছে না। আবার সঠিক সময় মত কলেজ ফি মেটাতে না পারায় জরিমানাও দিতে হচ্ছে। তাই দাবি করা হয় চলতি মাসে ১০ তারিখের মধ্যে সমস্ত স্টাইপেন্ড মিটিয়ে দেওয়ার জন্য। এছাড়াও বিভিন্ন দাবির কথা অধিকর্তার কাছে তুলে ধরা হয়েছে বলে জানান সন্দীপন দেব। প্রতিনিধি দলে এছাড়া উপস্থিত ছিলেন টি এস ইউ সাধারন সম্পাদক সুজিত ত্রিপুরা সহ অন্যান্যরা।