Sunday, September 8, 2024
বাড়িরাজ্যটি এস ইউ -র ডেপুটেশন

টি এস ইউ -র ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ আগস্ট : বাম ছাত্র সংগঠনের অভাব অভিযোগ শেষ হচ্ছে না। প্রতিদিন দপ্তরের দরজায় দরজায় ঘুরে অভিযোগ জানিয়ে ফটো সেশনে করছে তারা। যা একপ্রকার ভাবে ট্র্যাডিশন হয়ে গেছে বলা চলে। মঙ্গলবারও উপজাতি ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করা হয়।

 দাবি করা হয় চলতি শিক্ষাবর্ষে যেসব ছাত্র-ছাত্রী কলেজে ভর্তি হতে পারে নি তাদের দ্রুত কলেজে ভর্তি ব্যবস্থা করার জন্য, জুম্পুইজলা ও করবুক মহাবিদ্যালয় না থাকার ফলে প্রতিবছর সেখানের উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের দূরদূরান্তে ছুটে যেতে হয়। জম্পুইজলা ও করবুক মহকুমা মহাবিদ্যালয় চালু করার জন্য। মোট চার দফা দাবিতে এদিন ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনের পর এই কথা জানান টি.এস.ইউ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য