স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ জানুয়ারি : আগরতলা পুর নিগম এলাকায় পজেটিভিটির হার ২৪ শতাংশের উপর। আর গোটা রাজ্যে পজেটিভিটির হার ১০ শতাংশের উপর। এই অবস্থায় পুর নিগম এলাকায় সংক্রমণ ঠেকাতে একাধিক বিধি নিষেধ নতুন করে আরোপ করা হয়েছে।
সরকারী দপ্তর গুলিতে কর্মচারীর উপস্থিতির হার করা হয়েছে ৫০ শতাংশ। বন্ধ করা হয়েছে শপিং মল, সিনেমা হল, সুমিং পুল। দ্রুত গতিতে এই সংক্রমণ ছড়াচ্ছে। গত বার অনেক প্রিয় জনকে হারিয়েছে মানুষ। এবার সেই সংখ্যাটা যাতে বৃদ্ধি না পায় তার জন্য সরকার সচেতন থেকে কার্যকরী ভূমিকা নিচ্ছে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে ত্রিপুরা ফের একবার জয়ী হবে। বৃহস্পতিবার বিলোনিয়া মহকুমার আর্য কলোনী স্কুলে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের স্পেশাল ভ্যাকসিনেসন ক্যাম্প ঘুরে দেখে একথা জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। সঙ্গে ছিলেন বিধায়ক অরুন চন্দ্র ভৌমিক সহ অন্যান্যরা। মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনটি স্কুলের এই বিশেষ টিকাকরণ শিবির ঘুরে দেখেন। পড়ুয়াদের সঙ্গে কথা বলে তাদের করোনা সম্পর্কে সচেতন করেন। ৮ টি জেলায় ৮ জন মন্ত্রীকে পাঠানো হয়েছে। তারা এই বিশেষ শিবির গুলি ঘুরে দেখবেন। শুক্রবার এই বিশেষ টিকা করণ অভিযান সম্পন্ন হবে। ২ লক্ষ ১৩ হাজার পড়ুয়াকে টিকা দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছে তা কাঙ্খিত লক্ষ্যে পৌছুনো সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।