স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ আগস্ট : ত্রিপুরা স্টেট আয়ুর্বেদিক হাসপাতালে রোগীর থিকথিকে ভিড়। শয্যার অভাবে হাসপাতালের মেঝে গড়াগড়ি করছে বহু রোগী। আর এই অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে চিকিৎসক বলছেন হাসপাতালের জনপ্রিয়তা নাকি বেড়েছে। তাই ভিড় বাড়ছে। স্টেট আয়ুর্বেদিক হাসপাতালে পরিষেবায় মানুষ সন্তুষ্ট। সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ রঞ্জিত সাহা জানান, মানুষ এখন রোগ নিরাময়ের জন্য ছুটে আসছে এই আয়ুর্বেদিক হাসপাতালে।
এর মধ্যে যাদের অবস্থা সংকটজনক তাদের হাসপাতালে ভর্তি রাখা হচ্ছে। এর জন্য হাসপাতালে শয্যার অভাব হয়েছে বলে জানান চিকিৎসক। চিকিৎসক জানান রোগীর ভিড় সামাল দিতে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে। এবং মেঝেতে অস্বাভাবিক রোগীর ভিড়ের কারণে চিকিৎসকদের চলাফেরা করতে ও পরিষেবা দিতে অসুবিধা হচ্ছে। এদিকে কিছু কিছু রোগীর পক্ষ থেকে হাসপাতালে রোগীর ভিড় বাড়ার কারণে মেঝেতে শুয়ে পরিষেবা নিতে সমস্যা হচ্ছে। সরকার স্বাস্থ্য ক্ষেত্রে কোটি কোটি টাকা ব্যয় করা হলেও এর পরিণাম কি এটা প্রশ্ন অনেকের। হাসপাতালে বর্তমান অবস্থা এতটাই করুন যে মনে হয়েছে যেন কোন শরণার্থী শিবির। এতে করে ভুল চিকিৎসার আশঙ্কাও থেকে যাচ্ছে বলে মনে করে অভিজ্ঞ মহল।
পাশাপাশি সংক্রমিত রূপ যদি থেকে থাকে তাহলে গা ঘেষা এক রুগী থেকে অন্য রোগীরাও সংক্রমিত হওয়ার সম্ভাবনা প্রবল। এই জায়গায় দাঁড়িয়ে হাসপাতালে পবিত্র চিকিৎসক বলছেন জনপ্রিয়তা বেড়েছে বলে হাসপাতালে ভিড়। কিন্তু বিষয় হলো এতটাই জায়গা সংকলন হলে কেন চিকিৎসক অন্য হাসপাতালে রোগী রেফার করছেন না। বাড়ছে রোগীদের দুর্ভোগ। কিন্তু দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক বলতে পারছেন না কবে নাগাদ হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে শয্যার ব্যবস্থা হবে। যদিও হাসপাতালে পরিষেবা নিয়ে রোগীরা সন্তুষ্ট।