Saturday, September 30, 2023
বাড়িরাজ্যইন্ডিয়ান পুলিশ সার্ভিসে পদোন্নতি ১০ জনের

ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে পদোন্নতি ১০ জনের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ আগস্ট : ত্রিপুরা পুলিশ থেকে ইন্ডিয়ান পুলিশ সার্ভিস তথা আই পি এস -এ পদোন্নতি হয়েছে রাজ্য পুলিশের ১১ জন অধিকারিকের। প্রমোশন প্রাপ্ত পুলিশ আধিকারিকদের মধ্যে রয়েছেন বর্তমান ট্রাফিক পুলিশ সুপার মানিক দাস, এসপি সিকিউরিটি বিজয় দেববর্মা, টিএসআর কমান্ডান্ট পিনাকি সামন্ত, কমান্ডান্ট জয়ন্ত চক্রবর্তী, এ আই জি পি সুব্রত চক্রবর্তী, নগেন্দ্র দেববর্মা, সুদেষ্ণা ভট্টাচার্য, দিলীপ রায়, এল ডারলং , ভানুপদ চক্রবর্তী, তিমির দাশ।

শুক্রবার ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের এক নির্দেশ মনে ত্রিপুরার ১১ জন পুলিশ আধিকারিককে আইপিএস- এ পদউন্নীত করা হয়েছে। প্রমোশন প্রাপ্ত পুলিশ আধিকারিকরা এদিনই আনুষ্ঠানিকভাবে আই পি এস এর ব্যাচ ধারণ করেছেন বলেন জানা গেছে। পদোন্নতি নির্দেশ প্রকাশের পর প্রমোশন প্রাপ্তদের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে। যদিও রাজ্য সরকারের তরফে পাঠানো এই প্রমোশন তালিকা নিয়ে রাজ্য পুলিশ সদর দপ্তরের একান্ত আধিকারিক মহলে আলোচনা এবং সমালোচনা রয়েছে।।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য