Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যমুখ্যমন্ত্রীর কাছে সহযোগিতার আর্জি অসুস্থ গৃহকর্তার

মুখ্যমন্ত্রীর কাছে সহযোগিতার আর্জি অসুস্থ গৃহকর্তার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ আগস্ট : “আমাকে দয়া করে একটু সাহায্য করুন” মুখ্যমন্ত্রীর কাছে আবেদন ধনপুর কাইচ্চাখলা ভিলেজের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা রহিম চান ত্রিপুরার। তিনি অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী। আর্থিক দুর্বলতার জন্য চিকিৎসা করতে পারছেন না। এবং পরিবার পরিচালনা করতে পারছেন না। জানা যায়, কাঁঠালিয়া ব্লকের ধনপুর বিধানসভার কাইচ্চাখলা ভিলেজের তিন নং ওয়ার্ডের বাসিন্দা রহিম চান ত্রিপুরা। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন।

 প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর জুটলেও কোনক্রমে ছাউনি দিয়ে বসবাস করছেন। কারণ তিনি অসুস্থ হয়ে পড়ায় কর্ম ক্ষমতা হারিয়ে ফেলেছেন তিনি। বন্ধ হয়ে গেছে রুজি রুটি। ৫ জনের সংসারে একমাত্র উপার্জনের প্রধান কর্তাই এখন শয্যাশায়ী। এ.পি.এল ভুক্ত পরিবারের নেই আয়ুষ্মান যোজনার কার্ড। দীর্ঘ প্রায় ১ বছর ধরে অসুস্থতায় ভুগছে রহিম চান। প্রথম দিকে চিকিৎসার জন্য উপার্জনের একমাত্র উপায় সেই অটো বিক্রি করে দিয়েছেন। কিন্তু তাতেও কাজ হয়নি। চিকিৎসক নাকি বলেছেন বহিঃরাজ্যে গিয়ে চিকিৎসা করাতে হবে। কিন্তু এটা তাদের সাধ্যে হয়ে উঠে নি।

অসুস্থ রহিম জানান, সংসার পরিচালনা করতে পারছেন না তিনি। এদিকে অসুস্থ রহিমের স্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে হাতজোড় করে জানান, আমার স্বামীকে বাঁচিয়ে দেন। ঘরে পাঁচজনের সংসার। পরিবার পরিচালনা করা যাচ্ছে না। জমি জায়গা সবকিছু বিক্রি করে দিয়েছেন। আপনি চাইলেই আমার স্বামী বাঁচবে। ঘরের চাল একদিন থাকলে অন্যদিন থাকে না। চিকিৎসাও করতে পারছেন না। বাঁচার জন্য মুখ্যমন্ত্রী সহযোগিতা করুন। এখন দেখার সহযোগিতার হাত বাড়িয়ে দেয় কিনা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য