স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ আগস্ট : নিজেদের রাষ্ট্রবাদী সংগঠনের বলে দাবি করে কলেজ থেকে বের হয়ে শিক্ষা ভবনে এসে আন্দোলন গড়ে তুলল রাজনীতির সাথে জড়িত সরকারি কর্মীরা। উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তার কক্ষে নাকি সরকারকে কালিমা লিপ্ত করতে তীব্র ষড়যন্ত্র চলছে। এমনটাই অভিযোগ তুলে ভারতীয় মজদুর সংঘের অন্তর্গত মহাবিদ্যালয় শিক্ষা কর্মী রাজ্য কমিটির উদ্যোগে শুক্রবার উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
এইদিন মহাবিদ্যালয় শিক্ষা কর্মীরা উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তার কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বিবেকানন্দ দাস। তিনি জানান ওনাদের বেশকিছু দাবি নিয়ে দপ্তরের অধিকর্তার সাথে দেখা করার জন্য চিঠি দিয়েছিলেন। কিন্তু দেখতে দেখতে দুই বছর কেটে গেলেও দপ্তরের অধিকর্তা কোন সময় দিচ্ছেন না। শুধু তাই নয়, তিনি মহাবিদ্যালয় শিক্ষা কর্মীদের সাথে দেখা না করে তাদেরকে হয়রানি করছেন এবং তাদের সাথে দুর্ব্যবহার করছেন। সংগঠনের রাজ্য সভাপতি বিবেকানন্দ দাস এইদিন অভিযোগ করেন উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা ওনার কার্যালয়কে কমিউনিস্টদের আতুর ঘরে পরিণত করেছেন। এবং তারা দাবি করেন বামেদের আঁতর ঘর তৈরি হয়ে আছে উচ্চশিক্ষা দপ্তরের অফিস। এই অফিসের কর্মীদের বদলি নেই। তাই বদলির দাবি করলেন তারা। রাষ্ট্রবাদী দলের এ ধরনের কর্মকাণ্ড দেখে হাসি খোরাক হয়েছে তারা সাধারণ মানুষের কাছে।