Friday, January 24, 2025
বাড়িরাজ্যআগরতলা শহরে বেআইনি পার্কিং -এর বিরুদ্ধে ট্রাফিক এনফোর্সমেন্ট টিমের জরিমানা

আগরতলা শহরে বেআইনি পার্কিং -এর বিরুদ্ধে ট্রাফিক এনফোর্সমেন্ট টিমের জরিমানা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ আগস্ট : স্মার্ট সিটিতে ট্রাফিক জ্যাম নিরসনের জন্য এবার কঠোর হতে হল ট্রাফিক পুলিশকে। আগরতলা শহরে শুক্রবার সকাল থেকেই চলে ট্রাফিক পুলিশের নীরব অভিযান। এদিন সকাল থেকেই নীরবে রাস্তার পাশে বেআইনিভাবে পার্কিং করা বাইক ও গাড়িতে পাঁচ শতাধিক টাকা জরিমানার স্টিকার লাগিয়ে দেয়। শহর এলাকার বহু মানুষ বিলাসবহুল গাড়ি ক্রয় করে রাস্তার পাশে সরকারি জমি দখল করে দিনরাত গাড়ি ফেলে রাখছে।

এতে করে বড় সমস্যা হলো ট্রাফিক জ্যাম দিন দিন শহরে বাড়ছে। অপরদিকে বাড়ছে রাতের বেলা দুর্ঘটনা। তাই এবার শহরে রাস্তার পাশে যত্রতত্র ভাবে গাড়ি পার্কিং করা দের বিরুদ্ধে ট্রাফিকের স্পেশাল এনফোর্স টিম দ্বারা নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ। শুক্রবার জগন্নাথ বাড়ি রোড, মোটরস্ট্যান্ড এলাকা সহ বিভিন্ন জায়গায় রাস্তার পাশে বেআইনিভাবে পার্কিং করা গাড়িতে জরিমানার স্টিকার লাগিয়ে দেওয়া হয়। আপাতত প্রথমবার ৫০০ টাকার করে জরিমানা করা হয়েছে গাড়ি ও বাইকের মালিকদের। তারপর তারা যতবারই বেআইনি পার্কিং করবে তার দ্বিগুণ করে জরিমানা হবে। অভিযানে থাকা ট্রাফিক ডিএসপি প্রণব দাস জানান, শুক্রবার সকাল থেকে মোটর স্ট্যান্ড সহ শহরের ব্যস্ততম সড়ক গুলিতে অভিযান চালানো। অভিযানে যাত্রীবাহী গাড়ি, বাইক এবং প্রাইভেট গাড়ির বিরুদ্ধে বেআইনি পার্কিংয়ের জন্য জরিমানা করা হয়েছে। কারণ বিভিন্নভাবে যত্রতত্র পার্কিং না করতে সচেতনমূলক কর্মসূচি করার পরেও তারা পরিবহন আইন লঙ্ঘন করছে।

তাই এদিন প্রথম পর্যায়ে পাঁচ শতাধিক টাকা জরিমানা করা হয়েছে। দ্বিতীয়বার একই গাড়িকে যদি জরিমানা করতে হয় তাহলে এর দ্বিগুণ করা হবে। এবং সেই জরিমানা সঠিক সময়ের মতো পরিশোধ করতে হবে গাড়ির মালিকদের। তবে শহরবাসী দাবি এ ধরনের অভিযান শুধু লোক দেখানো না করে নিয়মিত জারি রাখার জন্য। কারণ গাড়ি রাখার জন্য ব্যবস্থা না করে বহু প্রভাবশালী ব্যক্তি একাধিক গাড়ি কিনে রাস্তায় পাশে কভার দিয়ে ঢেকে দিনের পর দিন গাড়ি ফেলে রাখে। এতে করে পথচারীদের সমস্যা হলেও ভুরুক্ষেপ নেই গাড়ির মালিকদের এবং প্রশাসনের। শহরে প্রধান সড়ক সহ অলিগলি সমস্ত রাস্তায় একই অবস্থা। রাতের বেলাও বাড়ছে দুর্ঘটনা। নিয়মিত এভাবে অভিযান চালিয়ে জরিমানা করলে হয়তো হুশ ফিরবে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা গাড়ির মালিকদের। পার্কিং -এর ব্যবস্থা না করে গাড়ি ক্রয় করে মানুষের দুর্ভোগ করার কোন মানে হয় না। এর ভুক্তভোগী শহরবাসী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য