Thursday, July 24, 2025
বাড়িবিশ্ব সংবাদবাদশাহর সমালোচনা করে ফেসবুকে পোস্ট, মরক্কোয় একজনের ৫ বছরের জেল

বাদশাহর সমালোচনা করে ফেসবুকে পোস্ট, মরক্কোয় একজনের ৫ বছরের জেল

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৪ আগস্ট: মরক্কোর বাদশাহ ষষ্ঠ মোহাম্মদের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন এক ব্যক্তি। এ অপরাধে মামলা হয়। শুনানি শেষে ওই ব্যক্তিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম সাঈদ বউকিওউদ (৪৮)। গত সোমবার রাজধানী কাসাব্লাঙ্কার একটি আদালতে সাঈদের পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে। আদালত বলেছেন, সাঈদের বিরুদ্ধে বাদশাহকে অবমাননা করে পোস্ট দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। ২০২০ সালে তিনি ফেসবুকে ওই পোস্ট দিয়েছিলেন।মামলার এজাহার সূত্রে জানা গেছে, সাঈদ ২০২০ সালে কাতারে ছিলেন। সেখান থেকেই তিনি ওই পোস্ট দিয়েছিলেন। পরে তাঁর বিরুদ্ধে মরক্কোয় যখন বিচার শুরু হয়, তিনি ওই পোস্ট ফেসবুক থেকে সরিয়ে ফেলেন। এমনকি নিজের ফেসবুক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে ফেলেন তিনি।

এর পর থেকে কাতারেই ছিলেন সাঈদ। গত সপ্তাহে মরক্কোয় ফেরেন তিনি। তখন তাঁকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। চলে বিচার। গত বুধবার সাঈদের আইনজীবী এল হাসান এসোউনি বলেন, তাঁর মক্কেল ইসরায়েলের সঙ্গে মরক্কোর কূটনৈতিক সম্পর্ক উষ্ণ করার সমালোচনা করে পোস্ট দিয়েছিলেন। তাঁর সেই পোস্ট বাদশাহর সমালোচনা হিসেবে চিহ্নিত করা হয়েছে।২০২০ সালের ডিসেম্বরে দীর্ঘদিনের শীতল কূটনৈতিক সম্পর্কে গতি ফেরায় ইসরায়েল ও মরক্কো। যুক্তরাষ্ট্রের উদ্যোগে দুই দেশ আব্রাহাম চুক্তিতে সই করে। স্বাভাবিক করে দ্বিপক্ষীয় সম্পর্ক। তবে আরব ভূখণ্ডের অনেক মানুষ ইহুদি রাষ্ট্রটির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে এমন উষ্ণতা মেনে নিতে পারেননি।মরক্কোয় পররাষ্ট্রনীতি-সংক্রান্ত যেকোনো বিষয় সরাসরি বাদশাহর এখতিয়ারে রয়েছে। তাই সাঈদের ওই ফেসবুক পোস্ট বাদশাহর বিরুদ্ধে সমালোচনা হিসেবে বিবেচনা করা হয়েছে। তবে আদালতের এ রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ পাবেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!