স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ আগস্ট : পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন ও ক্রীড়া দপ্তরের যৌথ উদ্যোগে জেলা ভিত্তিক নন রেসিডেন্সিয়াল টেনিস সামার কোচিং ক্যাম্পের আয়োজন করা হয়েছে। রাজধানীর বাধারঘাটস্থিত দশরথদের স্টেট টেনিস স্পোর্টস কমপ্লেক্সে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে। ২৩ আগস্ট থেকে ২৭ আগস্ট ৫ দিন ব্যাপী এই কোচিং ক্যাম্প অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান পশ্চিম জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন। তিনি আরও জানান ৫ বছর থেকে ৮ বছর বয়সী, ৮ বছর বয়সী থেকে ১২ বছর বয়সী এবং ১২ বছরের অধিন বয়সীদের নিয়ে মোট তিনটি গ্রুফে এই কোচিং ক্যাম্প অনুষ্ঠিত হবে।