Saturday, September 30, 2023
বাড়িরাজ্যরাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ

রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ আগস্ট : প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে রাস্তা সংস্কারের দাবিতে গন্ডাছড়া – অমরপুর সড়ক অবরোধে করলো কালাঝারি এলাকার মানুষজন। বৃহস্পতিবার তারা রাস্তা অবরোধ করে দীর্ঘক্ষণ প্রতিবাদ জানায়। তাদের অভিযোগ ২৮ টি ভিলেজ অর্থাৎ বিশ্বনাথ পাড়া, ধন বাবু পাড়া, বিশ্বকেতু পাড়া, ইন্দ্রজিৎ পাড়া, ওড়িহাম পাড়া এবং শ্যামসুন্দর পাড়া সহ বিভিন্ন এলাকায় রাস্তাঘাট বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে। এই রাস্তা সংস্কার করার জন্য বহুবার পূর্ত দপ্তরের আধিকারিকদের অবগত করা হয়।

 কিন্তু রাস্তা সংস্কার করা হয়নি। শেষ পর্যন্ত স্থানীয়রা নিজেদের মধ্যে চাঁদা আদায় করে রাস্তা সংস্কার করেছে। কিন্তু বর্ষার কারণে রাস্তা আবারো বেহাল দশায় পরিণত হয়। সংশ্লিষ্ট দপ্তরকে পুনরায় অবগত করা হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো রাস্তাটি সরজমিনে দেখতেও আসে নি প্রশাসনিক কর্মীরা। বর্তমানে তাদের কাছে রাস্তা পুনরায় সংস্কার করার মত অর্থ নেই। তাই অবশেষে রাস্তা সংস্কারের জন্য অবরোধ করে বিক্ষোভ দেখাতে বাধ্য হয়। তবে এই সমস্যা জনজাতি এলাকাগুলোর দীর্ঘদিনের। ভোট আসলে জনজাতিদের আবেগকে কাজে লাগিয়ে রাজ্য এবং এডিসির বৈতরণী পার হয়ে গেলে আর কোনো খবর থাকে না নেতাদের। তাদের অভিযোগ রাস্তাটি এতটাই বেহাল দশায় পরিণত হয়ে আছে যে পায়ে হেঁটে চলার মত অবস্থা নেই। আর এই রাস্তা দিয়ে গাড়ি পর্যন্ত চলাচল করতে পারছে না। এদিন রাস্তা অবরোধের জেরে দুই দিকে আটকে পড়ে বহু গাড়ি চলাচল। বাজার বার হওয়ায় সমস্যায় পড়ে সাধারণ মানুষ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য