স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ আগস্ট : আই.আই.টি বেনারসে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পাওয়া ছাত্রীকে সহযোগিতার হাত বাড়িয়ে দিল ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার এসোসিয়েশান। মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার আর্থিক দুর্বল ছাত্রী অঙ্কিতা পালের হাতে এক লক্ষাধিক টাকা চেকটি তুলে দেন। খোয়াই লালছড়া এলাকার বাসিন্দা অঙ্কিত পাল। গরীব পরিবারের অঙ্কিত একজন মেধাবী ছাত্র। এইবার ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সে নবম স্থান দখল করে। সুপার-৩০ স্কিমের অধীন কোচিং নিয়ে সে আই.আই.টি বেনারসে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পায়।
কিন্তু পরিবারের আর্থিক দুর্বলতার কারনে তার উচ্চ শিক্ষা লাভ অনিশ্চয়তার মধ্যে চলে যায়। পরিবারের লোকজন বাধ্য হয়ে অঙ্কিতের পড়াশুনার জন্য আর্থিক সাহায্য চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়। যথারীতি মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার এসোসিয়েশান মেধাবী ছাত্র অঙ্কিতের পাশে দাড়ায়। বৃহস্পতিবার ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার এসোসিয়েশানের পক্ষ থেকে ১ লক্ষ টাকার চেক মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে অঙ্কিত পালের হাতে তুলে দেওয়া হয়। এইদিন মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে অঙ্কিতের হাতে চেক তুলে দেওয়া হয়। ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার এসোসিয়েশানের পক্ষে উপস্থিত ছিলেন অসিম সাহা সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে অসিম সাহা জানান মুখ্যমন্ত্রীর আহ্বানে এসোসিয়েশানের পক্ষ থেকে ১ লক্ষ টাকার চেক মুখ্যমন্ত্রীর হাত ধরে মেধাবী ছাত্র অঙ্কিতের হাতে তুলে দেওয়া হয়েছে। অঙ্কিতের পড়ালেখার জন্য আর্থিক সহায়তা প্রদান করার জন্য মুখ্যমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা স্বীকার করেন অঙ্কিতের মা। তিনি জানান তিনি অত্যন্ত খুশি হয়েছেন। আর্থিক সহায়তা পাওয়ার ফলে অঙ্কিত উচ্চ শিক্ষা লাভ করতে পারবে। না হয় অঙ্কিতের পড়ালেখার খরচ যোগার করা তাদের পক্ষে অসম্ভব ছিল। এইদিন মেধাবী ছাত্র অঙ্কিতের হাতে ১ লক্ষ টাকার চেক তুলে দিয়ে অঙ্কিতের উজ্জল ভবিষ্যৎ কামনা করেন মুখ্যমন্ত্রী।