Monday, October 2, 2023
বাড়িরাজ্যবুধবার থেকে শুরু হয়েছে বছর বাঁচাও পরীক্ষা

বুধবার থেকে শুরু হয়েছে বছর বাঁচাও পরীক্ষা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ আগস্ট : বুধবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা। রাজ্যের মোট ২৭ টি সেন্টারে পরীক্ষা শুরু হয়েছে। আগরতলা শহরে রয়েছে দুটি পরীক্ষা সেন্টার।

এগুলি হলো কামিনী কুমার বিদ্যালয় এবং নেতাজি সুভাষচন্দ্র বিদ্যানিকেতন। আগামী ১১ আগস্ট পর্যন্ত চলবে পরীক্ষা। মাধ্যমিকে যারা একটি বা দুটি বিষয়ে অনুত্তীর্ণ হয়েছে, কিন্তু তারা মোট নম্বর ১৫০ পেয়েছে তারাই পরীক্ষায় বসার সুযোগ পেয়েছে। মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৭৯৪ জন।

 এবং সঙ্গে রয়েছে ২৩ জন স্ট্যান্ডার্ড পরীক্ষার্থী। যারা চলতি বছর অংকে বেসিক নিয়ে পাস করেছে, কিন্তু তাদের লক্ষ্য আগামী দিনে অংক নিয়ে পড়ার তারাই এই পরীক্ষায় বসেছে। পাশাপাশি উচ্চ মাধ্যমিকের ৪,১৮৫ জন পরীক্ষার্থী রয়েছে। তারাও ২৭ টি সেন্টারে পরীক্ষা দেবে। এই বছর বাঁচো পরীক্ষা ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে ছাত্রছাত্রীদের মধ্যে বলে জানান ত্রিপুরার মধ্যে শিক্ষা পর্ষদের সচিব ড. দুলাল দে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য